মহাজোটের শরিক দল আওয়ামীলীগ ও জাসদের মধ্যে দলীয় কোন্দল,কর্মী হত্যা,আগুন লাগানোর ঘটনা প্রভৃতিকে কেন্দ্র করে গরম হয়ে উঠেছে কুষ্টিয়ার রাজনৈতিক ময়দান।দিন গোড়ানোর সাথে সাথে দূরত্ব বাড়ছে মহাজোটের শরিক এই দুই দলের মধ্যে। নানা বিষয়ে তারা একে অন্যের ওপর দোষ চাপিয়েই ক্ষান্ত হয়নি, ঠুকে দিয়েছে মামলাও। দুই দলের এই বাকযুদ্ধকে রাজনৈতিক কৌশল বলছে আইনশৃঙ্খলা বাহিনী।
১১ জানুয়ারি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়ায় খুন হন আওয়ামী লীগ কর্মী সাবু। এ ঘটনায় জাসদকে দায়ী করে দলটির উপজেলা কার্যালয় ও ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে আগুন দেয়, আওয়ামী লীগ কর্মীরা। এরপর সাবু খুনের ঘটনায় মিলন চেয়ারম্যানসহ জাসদের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের ভাই।
কার্যালয়ে আগুন দেয়ার ঘটনার ১৯ দিন পর আওয়ামী লীগের উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে জাসদ। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে মিরপুরের রাজনীতি। মিথ্যা মামলা দাবি করে প্রতিবাদ সভাও করে আওয়ামী লীগ।
তবে, আওয়ামী লীগের এমন আচরণ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত, দাবি জাসদের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দুই দলের পাল্টাপাল্টি বক্তব্য রাজনৈতিক কৌশল। দু’ দলের মুখোমুখি অব্স্থানে বড় ধরণের সংঘাতের আশংকায় আইনশৃঙ্খলা বাহিনীকে নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ।