স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং লক্ষ্মীপুর যুবলীগের নির্দেশে দ্বিতীয় দিনের মত কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটালো রায়পুর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দক্ষিন চর আবাবিল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কৃষক আলাউদ্দিনের ৪০ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রায়পুর উপজেলা যুবলীগের (সাবেক) আহবায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ন আহবায়ক কৌশিক আহাম্মেদ সোহেল, জহির হোসেন পাটোয়ারী, ভূঁইয়া শওকত, সদস্য আব্দুল গনি সর্দার, চর আবাবিল ইউনিয়ন যুবলীগের নেত্রীবৃন্দসহ ৩০ জন নেতাকর্মী।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক কৌশিক আহাম্মেদ সোহেল বলেন, দেশে মরণঘাতী করোনাভাইরাসের কারণে প্রতিটি বিপর্যস্থ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে ঘরে বন্দি থাকলেও সরকার তাদের নিয়মিত খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের ধান কাটার আহবান জানিয়েছেন নেতাকর্মীদেরকে। তাই ধান কেটে সহযোগিতা করছি, যেন কৃষকরা বন্যার আশঙ্কা থেকে দ্রুত সময়ের মধ্যে পাকা ধানগুলো তাদের গোলায় তুলতে পারেন। তিনি বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মী প্রতিদিন কৃষকদের ধান কাটায় অংশগ্রহণ করে তাদের সহযোগিতা করে আসছে। প্রত্যেক কৃষকের ক্ষেতের ধান ঘরে তোলা না পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সাইফুল তসলিম, লক্ষ্মূীপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ