ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ  সংবাদ পত্রে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেদে পল্লীতে শিশুদের দুধ কেনার টাকা নেই!এই  সংবাদ প্রচারের পর তাৎক্ষনিক খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে চলে যান ইউও। আশুগঞ্জে উপজেলার চরচারতলা  ইউনিয়নে মহরম পাড়ায় বেদে পল্লীর ২২ টি পরিবারের মধ্যে আশুগঞ্জ উপজেলার চেয়ারম্যান মো. হানিফ মুন্সিকে নিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন ইউএনও মো. নাজিমুল হায়দার।

বৃহস্পতিবার  দুপুর থেকে বিকেল পর্যন্ত তাদের ঘরে ঘরে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ১০ কেজি চাল, গুড়া দুধ ৪০০গ্রাম, চিনি ৫০০গ্রাম, সুজি ৫০০ গ্রাম, বিস্কুট ১প্যাকেট বেদে পল্লীর ২১টি পরিবারকে এবং দুঃস্থ এক মহিলাসহ মোট ২২ পরিবারকে দেওয়া হয়।এতে মুর্হুতের মধ্যে হাঁসি ফোঁটে ওঠে বেদে পরিবার গুলোর মাঝে। ইউএনওর এমন মানবিক কাজের জন্য স্থানীয়দের কাছে প্রশংসায় ভাসছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার জানান, আশুগঞ্জ বেদে পল্লীতে শিশুদের দুধ কেনার টাকা নেই এমন সংবাদ পেয়ে তাৎক্ষনিক খাদ্য সামগ্রী নিয়ে তাদের কাছে হাজির হই। এসময় তাদের প্রতিটি পরিবারের মাঝে আমি নিজে এ খাদ্য সামগ্রী তুলে দেই।  এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ রোধে শুরুতেই কঠোর অবস্থানে রয়েছে আশুগঞ্জ  উপজেলা প্রশাসন।

সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য ইতিমধ্যে লোকজনদেরকে ঘরে থাকার জন্য  বোঝানো হচ্ছে।  রাত-দিন উপজেলার প্রতিটি গুরত্বপুর্ণ জায়গায়  টহল  দেওয়া হচ্ছে যাতে কেউ বাহিরে না আসে। এসময় যারা দিনমজুর কর্মহীন হয়ে পরেছেন, তাদের খাদ্য  বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে। কারো  হতাশ হবার কিছু নেই । আমাদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এ বিষয়ে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সি জানান, বেদে পল্লীতে একবার খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।এ নিয়ে দ্বীতিয়ধাপে খাদ্য সামগ্রী  বিতরন  করা  হচ্ছে। খোঁজ নিয়ে দেখব যদি পুনরায় তাদের খাবার প্রয়োজন হয়, তাহলে তাদেরকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হবে।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে