মোহামেডানের সোনালি দিন ফিরিয়ে আনতে একসাথে কাজ করবেন সাবেক ও বর্তমান ক্লাব কর্তারা। আগামিতে সব ইভেন্টের জন্য চ্যাম্পিয়ন দল গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। তবে গুরুত্ব পাচ্ছে ক্রিকেট ও ফুটবলের শ্রেষ্ঠত্ব অর্জন। ২০১১ সালের নির্বাচিত কমিটিই মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্বে। গত পাঁচ বছরে ফুটবল, ক্রিকেটসহ ক্রীড়া ক্ষেত্রে বলার মত তেমন সাফল্য পায়নি সাদাকালোরা। মোহামেডানের এমন খারাপ পার্ফরমেন্সে হতাশ সমর্থকরা।

মোহামেডানের হারানো গৌরব ফিরিয়ে আনতে আলোচনায় বসেন সাবেক খেলোয়াড় ও কর্মকর্তারা। দ্বন্দ্ব ও বিভেদ ভুলে মোহামেডানকে এগিয়ে নিতে ঐকমত্যে পৌঁছেছেন তারা। আর্থিক, প্রশাসনিক ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে একসাথে কাজ করবেন সবাই। বারবার দূর্বল দল আর সাংগঠনিক ব্যর্থতায় নিচু সারির দলে পরিণত হয়েছে মোহামেডান। যার ফলে বাংলাদেশ পেশাদার লিগে এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি ঐতিহ্যবাহী ক্লাবটি।

সব শেষ লিগে কোনমতে ঠেকিয়েছে রেলিগেশন। অবশেষে টনক নড়েছে ক্লাব কর্তৃপক্ষের। সামনের মৌসুমেই ঘুরে দাঁড়াতে চায় মোহামেডান। ফুটবলে ২০০২ সালে ঢাকা প্রিমিয়ার লিগ আর ক্রিকেটে ২০০৯ সালে ঢাকা লিগের শিরোপা সবশেষ বড় দুই সাফল্য মোহামেডানের।

স্পোর্টস ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে