স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুরঃ পবিত্র মাহে রমজানের আজ ৩য় দিন। চলছে জেলা জুড়ে লকডাউন। করোনাভাইরাসের এই দুঃসময়ে সমাজের মানুষদের অসহায়ত্ব দেখে ঘরে বসে থাকতে পারেননি বায়েজীদ ভূঁইয়া। বিগত ১৯দিন যাবৎ টানা খাদ্য সামগ্রী বিতরণের কাজ করছেন তিনি। লক্ষ্মীপুর-৩ আসনের সাংসদ ও সাবেক বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামালের খাদ্য উপহার নিয়ে অসহায় মানুষদের মাঝে পৌঁছিয়ে দিতে কাজ করছেন বায়েজীদ ভূঁইয়া। রমজানেও এ কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আজ ২৭’ই এপ্রিল সোমবার সকাল থেকে জেলা সদরের বিভিন্ন ইউনিয়নে করোনা পরিস্থিতি মোকাবেলা ও মাহে রমজান উপলক্ষ্যে দুস্থ ও কর্মহীন পরিবারের বাড়িতে খাদ্য উপহার (খাদ্য সহায়তা) নিয়ে পাশে দাঁড়িয়েছেন তিনি। এ পর্যন্ত প্রায় সাড়ে ১১ হাজার পরিবার এ সহায়তায় আওতায় এসেছে বলে জানা গেছে।

বায়েজীদ ভূঁইয়া বিডি টাইম্‌স নিউজকে বলেন, করোনা নামক যুদ্ধে সকলকে সহযোগিতার মাধ্যমে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানাচ্ছি। আমাদের সকলকে সচেতন হতে হবে, এখন মানে এখনই আপনি আমি সকলে সচেতন হই। এটাও একরকমের যুদ্ধ, তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য। আমরা সকলে এগিয়ে আসলে আবারো হাসবে মানবতা, বাঁচবে দেশ। এ রমজানে রোজা রেখে অসহায় মানুষের কথা চিন্তা করে ঘরে থাকতে পারলাম না। তাই খাদ্য সহায়তা নিয়ে ছুটে চলছি। পুরো রমজান জুড়ে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সাইফুল তসলিম, লক্ষ্মীপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে