কর্মক্ষেত্রে অদক্ষতা, অবকাঠামো সঙ্কট সহ নানা জটিলতায় উন্নয়ন সম্ভাবনার শতভাগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। এ কারণে প্রত্যাশিত হারে দারিদ্র্যও কমছে না, বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক, এডিবি। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির অর্থ সহায়তা ও এর কার্যকারিতা নিয়ে, বাংলাদেশ ডেভেলপমেন্ট এফেকটিভনেস ব্রিফ শীর্ষক এক প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্পাদনমুখী কর্মসংস্থান সৃষ্টি এখনও বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে। অর্থনীতিকে এগিয়ে নিতে হলে অবকাঠামো খাতে আরও অনেক উন্নতি প্রয়োজন। জনশক্তির মান উন্নয়নের বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ।
তাছাড়া ব্যবসার পরিবেশের উন্নতি ও বাণিজ্যের ব্যয় কমানোর সুপারিশ করেছে এডিবি। অবকাঠামো খাতে সরকারি বিনিয়োগের পাশাপাশি, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ১৯৭৩ সালে এডিবির সদস্য হওয়ার পর থেকে সংস্থাটি থেকে ১ হাজার ৭৫০ কোটি ডলার সহায়তা পেয়েছে বাংলাদেশ।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে