ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ভারতে আটকে পড়া আরও ১০ জন বাংলাদেশি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১টায় ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তারা।

তাদের মধ্যে ৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন। চেকপোস্ট থেকে তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার।এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, উপজেলা সহকারী কমিশনার নাজমুল হাসান, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ রসুল আহমদ নিজামী।আখাউড়া উপজেলা  নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বৃহস্প্রতিবার দুপুরে এই ১০ বাংলাদেশি চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা তাদেরকে বিজয়নগর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে গেছেন।

এর আগে ভারতে আটকে পড়া ৬ জন বাংলাদেশি গত ৭ এপ্রিল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরার পর তাদেরকে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে