কৃষককে আর্থিক প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবছর ২ লাখ ২৫ হাজার ৯৮৮জন কৃষককে প্রায় ৩৩ কোটি টাকা সহায়তা দেয়া হবে। বুধবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সংবাদ সম্মেলনে এসব কথা জানান। কৃষিকাজে বালাইনাশক ওষুধ ও পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারে এ প্রণোদোনা দেয়া হবে।
সার ও সেচ কাজের জন্য বিদ্যুৎ ও কৃষি উপকরণে প্রণোদনা বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার কোটি টাকা। আউশের উৎপাদন বাড়াতে এই বরাদ্দ থেকে কৃষককে ৩১ কোটি টাকা সহায়তা দেবে সরকার। এছাড়া সবজি খেতের পোকা দমন এবং ৭ জেলায় পাট ও চট্টগ্রামে আখের উৎপাদন বাড়াতে দেয়া হবে আরো দুই কোটি টাকা। রাসায়নিক সার, সেচ সুবিধা ও বালাইনাশক ওষুধসহ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে এ প্রণোদনা পাবেন কৃষকরা। এ প্রণোদনা দেয়া হলে ধান উৎপাদন বাড়বে বলে মনে করে সরকার। সেজন্য উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৬ হাজার ৭৮৯ টন। আর চাল বিক্রি থেকে আয় হবে ২৪৫ কোটি ৫৩ লাখ।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ