ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ত্রাণ বিতরণ কালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কুলিকুন্ডায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেমের বাড়ির কাছে মুখলেছুর রহমান নামের এক ব্যক্তি ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। বিতরণকালে চেয়ারম্যানের পিতা বাসা থেকে বের হয়ে ত্রাণ বিতরণ স্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে হাতে ত্রাণ দিয়ে ছবি তুলা হয়। এসময় উপস্থিত চেয়ারম্যানের লোকজন বিষয়টি নিয়ে আপত্তি করে জানায়, চেয়ারম্যান সাহেবের বাবার হাতে ত্রাণ দিয়ে ছবি তুলা হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে হেয় করার জন্য। এনিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের পর সংঘর্ষে জড়াতে প্রস্তুতি নেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম বলেন, তেমন বড় কোন ঘটনা নয়। আমরা বসে বিষয়টি মিমাংসা করছি।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, এই ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে