রাজধানীর পূর্ব দোলাইপাড়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে চার জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাব। পূর্ব দোলাইপাড়ের কবিরাজ গলির একটি বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাত থেকে বাড়িটি ঘেরাও করে র‍্যাব। বাড়ির চারপাশে এবং আশপাশের গলিতে অবস্থান নেয় বিপুল সংখ্যক র‍্যাব সদস্য। ঘেরাওয়ের চার ঘণ্টা পর শুরু হয় চূড়ান্ত অভিযান। তবে কোনো গোলাগুলি ও হতাহতের ঘটনা ছাড়াই আশফাকসহ চার জঙ্গিকে আটক করে র‍্যাব। বাসায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় অস্ত্র গোলাবারুদ।

র‌্যাবের দাবি এদের একজন জেএমবির সারোয়ার তামিম গ্রুপের আইটি শাখা প্রধান আশফাক ই আজম ওরফে আপেল। বাকিরাও একই সংগঠনের সদস্য। বাসা থেকে অস্ত্র গোলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, নাশকতার উদ্দেশ্যেই তারা এখানে জড়ো হয়েছিলো।

র‍্যাব জানায়, আশফাক ই আজম জেএমবির আইটি শাখা পরিচালনার পাশাপাশি আত্ব তাকিম নামে একটি ওয়েব সাইট চালাতো। এছাড়া মাহবুব নামে আরেক জঙ্গি কুরিয়ার সার্ভিসে চাকরির আড়ালে জেএমবির অস্ত্র ও অন্যান্য মালামাল আনা নেয়া করতো।

র‍্যাব জানায়, মাসে সাত হাজার টাকার চুক্তি গেলো মাসের ২৩ তারিখে বাসাটি ভাড়া নেয় তারা। নিজেদের তখন নির্মাণ শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছিলো তারা।

এদিকে এলাকার লোকজন বলছেন, ২৩ জানুয়ারি প্রথমে দুজন এসে বাসা ভাড়া নেয়। বাকি দুজন পরে আসে। এলাকার মানুষের সঙ্গে তাদের মেলামেশা ছিলো না। এছাড়া বাড়ির মালিক শাইলো বেগমসহ আরো এক ভাড়াটিয়াকে হেফাজতে নিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, গ্রেফতার আশফাক রংপুর, শাহিনুজ্জামান ঝিনাইদহ, মাহবুবুর রহমান বগুড়া এবং আশরাফ জামালপুর জেলার বাসিন্দা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে