শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। আজ থেকে শুরু হবে বাঙালির প্রাণের- অমর একুশে বইমেলা।
দুপুর ৩টায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয় মেলা প্রাঙ্গণ।বিভিন্ন রং আর নানা ডিজাইনে সাজেছে স্টল ও প্যাভিলিয়নগুলো। সেজেছে বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গনও।

এবার মেলায় থাকছে ছোটবড় ৬৪৯টি স্টল আর ১৩টি প্যাভিলিয়ন। প্রকাশকরা বলছেন, অতীতের তুলনায় আরও সমৃদ্ধ হয়েছে বইমেলা। সব অশুভ শক্তিকে রুখে দেয়ার প্রত্যয় তাদের কণ্ঠে। বইমেলার নিরাপত্তার প্রস্তুতি সরেজমিনে দেখতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন এমন লেখক-প্রকাশককে দেয়া হবে বাড়তি নিরাপত্তা।

তবে ধর্মীয় ও গোষ্ঠীগত অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশের প্রমাণ মিললে, প্রকাশক ও লেখককে হতে হবে আইনের মুখোমুখি। এ সময় বিজ্ঞানমনস্ক লেখক অভিজৎ হত্যা মামলার অগ্রগতি বিষয়ে ঢাকা মহানগর পুলিশ প্রধান বলেন, খুনিরা চিহ্নিত। শিগগিরি অভিযোগপত্র জমা দেওয়া হবে আদালতে।

মেলা ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা।যার প্রস্তুতি দেখতে গিয়ে ডিএমপি কমিশনার, হুঁশিয়ারি দেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে বই প্রকাশের প্রমাণ মিললে প্রকাশক ও লেখক কাউকে ছাড় দেয়া হবে না। এবার গুগল ম্যাপ দিয়ে জানা যাবে কাঙ্ক্ষিত স্টলের অবস্থান। থাকবে পর্যাপ্ত তিন স্তরের নিরাপত্তা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে