আজ তিনদিনের রাষ্ট্রীয় সফরে বিকেলে ঢাকায় এসেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইয়াসির আরাফাতের পর এটিই কোনো ফিলিস্তিনি প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর, এই সফরে একাধিক সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে, যেখানে প্রাধান্য পাবে দ্বিপাক্ষিক-বাণিজ্যও।

ফিলিস্তিনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মাধ্যমে শুধু দুই দেশের রাজনৈতিক ক্ষেত্রে নয়,অর্থনীতি,শিক্ষা,বিজ্ঞান-প্রযুক্তি,কৃষি ও খেলাধুলার ক্ষেত্রেও একাধিক সমঝোতা চুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালইকি। বাংলাদেশ ও ফিলিস্তিনের মানুষ যাতে সরাসরি দু দেশে যাতায়াত করতে পারে,সে বিষয়ে কাজ করছে ফিলিস্তিন সরকার। বন্ধুপ্রতিম রাষ্ট্র হবার পরও,ফিলিস্তিনে যেতে পারে না বাংলাদেশিরা কেননা বাধার দেয়াল,ইসরায়েল। ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী আরও বললেন,দু’দেশের মানুষ যাতে নিয়মিত যাওয়া-আসা করতে পারে,সে বিষয়ে কাজ করছে তার সরকার।

ইতিহাস বলছে, ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে ওআইসি সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং ফিলিস্তিনী নেতা ইয়াসির আরাফাতের প্রথম সাক্ষাৎ হয়। এরপর ইসরায়েলের সাথে সংকটে সব সময়ই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ। তাঁর এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা,পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদি আলীসহসহ অনান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করার কথা রয়েছে। এর আগে ১৯৯৭ সালে প্রয়াত ফিলিস্তিনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত বাংলাদেশ সফর করেন।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে