২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট পরির্দশন করেছেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন।

গতকাল শনিবার দুপুরে তিনি ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিট ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি করোনাভাইরাসের প্রস্তুতিমূলক কার্যক্রমের খোঁজ খবর নেন। আইসোলেশন ইউনিট পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৬০ জন প্রবাসীকে হোম কোয়ারাইন্টানে রাখা হয়েছিল। এদের মধ্যে ১৪দিনের মেয়াদ শেষ হওয়ায় ১ হাজার ৫২৪জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। হোম কোয়ারাইন্টান না মানায় ২৫ জন প্রবাসীকে ৪ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে ১ হাজার ১২৬ জন প্রবাসী হোমকোয়ারাইন্টানে আছেন। তবে এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত কাউকে সনাক্ত হয়নি।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

জহির  সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে