তীব্র পানি সংকটের কারনে ঝিরি, ছড়া এবং কুয়ার দূষিত পানি পান করে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ছয়টি গ্রামের মানুষ শারীরিক ভাবে দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েছেন। প্রচণ্ড পানি সঙ্কটের কারনে এই দূষিত পানি পান করতে বাধ্য হচ্ছেন তারা। এতে ডায়রিয়াসহ নানা রোগে প্রাণহানীর ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ এ সংকট নিরসনে কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন।
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ছয়টি গ্রামের প্রায় পাঁচশ পরিবার খাবার পানির সংকটে ভুগছে। এসব এলাকায় মাটির নিচে পাথর থাকায় নলকুপ বসানো যাচ্ছে না। গভীর নলকূপ বসানোর সামর্থ্য নেই দরিদ্র অধিবাসীদের। তাই নির্ভর করতে হয় প্রাকৃতিক ছড়া, ঝিরি ও কূয়ার পানির ওপর।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন স্থানে ঝরণা দিয়েও কোনো ফল পায়নি। তাই সংকট সমাধানে সরকারের সহায়তা চেয়েছেন তারা। মাটির নিচে পাথরের বেস্টনি এলাকা শনাক্ত করার পর সরকারের কাছে কয়েকটি প্রকল্পের প্রস্তাব দেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
পাথুরে এসব এলাকার ঝিরি, ছড়া এবং কুয়ার পানি আগে কম দূষিত থাকলেও ক্রমে দূষণ বাড়ছে বলে জানান স্থানীয়রা।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ।