ভোরের আলো ফুটে উঠার আগেই শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে মাঠে যেয়ে আর জমি ফসলের অবস্থা জানতে হবে না কৃষকদের। ঘরে বসেই মোবাইল ফোনটি চালু করে জেনে নিতে পারবেন তাঁর জমি আর ফসলের সার্বিক অবস্থা।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আইসফস্টোন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং সেন্টার ফর রিসার্চ এর উদ্যোগে বাংলাদেশে এই প্রথমবারের মতো ই ভিলেজ নামে বাংলায় অডিও ভয়েসযুক্ত এমনই একটি অ্যাপস চালু হতে যাচ্ছে। মাটি, পানি, পাতা ও চারার সিক্ততা, তাপমাত্রা, পি এইচ লেভেল মোবাইল ফোনটি খোলামাত্র কৃষকরা হাতে পেয়ে যাবে এই পাঁচটি বার্তা। যা যুক্ত থাকবে একটি কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে। প্রকল্প সংশ্লিষ্টরা এসব ডাটা বিশ্লেষণ করে “ই-ভিলেজ” নামক অ্যাপসের মাধ্যমে দেবেন পরামর্শ।

এই প্রকল্পের মাধ্যমে ফলন বাড়বে শতকরা ২০ ভাগ পাশাপাশি কৃষক আরো ৪০ ভাগ বেশি লাভবান হবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। এই অ্যাপস ফসলের প্রকৃত রোগ নিরূপণ করে কি ধরনের এবং কি পরিমাণ ওষুধ, সার, পানি বা অন্যান্য উপকরণ দিতে হবে তা জানিয়ে দেবে বলে জানান বিশেষজ্ঞরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.মাহবুবুর রহমান বলেন, ‘পোকা লাগলে কিছু পাতা ও ফল হয়তো ছিদ্র হচ্ছে কিন্তু এটি ক্ষতিকর না। কিন্তু তারপরও কৃষক কিটনাশক স্প্রে করছেন। এতে কৃষকের অর্থ এবং পরিবেশের ক্ষতি হচ্ছে।’

প্রাথমিকভাবে গাজীপুরের পিজুলিয়া গ্রামে কৃষকদের এই অ্যাপসের মাধ্যমে সহায়তা দেয়া হবে বলে জানান আয়োজকরা।

নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে