বাংলাদেশের রাজধানী ঢাকা। নানা বিচিত্রতায় নানা রুপে এই শহর কখনও পথিককে বিস্মিত করে কখনও ভাবায় কখনও হাসায় কখনও ভালবাসতে শেখায় । পথে-পথে যতো সংকট, তা বলে শেষ করার নয়। তাই বলে কি জৌলুস নেই কোথাও! আছে। নগরীর সেই সৌন্দর্য্যের গল্প আঁকতেই চোখ ধাঁধাঁনো সাজে সাজছে একটি সড়ক।
রাজধানীর প্রবেশপথ বিমানবন্দর মোড় থেকে বনানী রেলক্রসিং পর্যন্ত ৬ কিলোমিটার সড়কের দু’পাশকে উন্নত নগরের আদলে গড়ে তুলতে শুরু হয়েছে কর্মযজ্ঞ। বলা হচ্ছে এটিই দেশের প্রথম ডিজিটাল সড়ক। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে সম্পূর্ণ বেসরকারি অর্থায়নের এই কাজ শেষ হবে আগামী ছয় মাসের মধ্যেই।বুনো পাথরের জঙ্গলে ঝর্ণা ধারা, চারপাশে বাহারি নামের নানা জাতের ফুল-ফলের গাছ। সেখানেই রঙ-বেরেঙের মাছেদের জলকেলি, সবমিলিয়ে নান্দনিক এক সৃষ্টি। নৈস্বর্গিক সৌন্দর্যের এমন কৃত্রিম রূপ ধরা দেবে রাজধানীর বনানী রেলক্রসিং থেকে এয়ারপোর্ট মোড় পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক জুড়ে। আর এ আয়োজন নগরবাসীকে আধুনিক-উন্নত জীবনের স্বাদ দিতেই।
সড়কের দুপাশে এমন ফোয়ারা বসবে ১২টি। পাশেই থাকবে বিশাল যাত্রী ছাউনী। থাকবে মোবাইল চার্জের ব্যবস্থা। করা যাবে ব্যালান্স রিচার্জ। বিনামূল্যে পান করা যাবে বিশুদ্ধ পানি। আর এলইডি পর্দায় দিনভর ভাসবে সচেতন বার্তা, বিজ্ঞাপন, জানা যাবে কোন প্রান্তের কতো দূরত্ব, উঠতে হবে কোন বাসে। চীনা প্রকৌশলীদের সহায়তায় এখন পুরোদমে চলছে সেই কর্মযজ্ঞ। এই সড়কের দু’ধারে উঠবে এমন ৮টি ভবন। যেখানে মিলবে হালকা খাবার, থাকবে এটিএম বুথ, নামাজের জায়গা, ব্রেস্ট ফিডিং কর্ণার আর আধুনিক টয়লেট।
হাঁপিয়ে পড়া পথিকের জন্য কিছু দূর পরপরই থাকছে বসার জায়গা। পাশে ছোট ছোট বাগান। ভাষা আন্দোলন- স্বাধীনতা সংগ্রামের নানা স্মৃতি ফুটবে কয়েকটি ম্যুরালে। কাজ শেষ হলে এ রূপেই ধরা দেবে চিরচেনা বিমানবন্দর সড়ক। যেটিকে বলা হচ্ছে, দেশের প্রথম ও একমাত্র ডিজিটাল রোড। কেননা পুরো সড়ক জুড়েই থাকবে বিনামূলের ওয়াইফাই সুবিধা। আর নির্ঘুম পাহারায় থাকবে, শত শত ক্যামেরার চোখ। বিমানবন্দর সড়ক ও জনপদ বিভাগের মালিকানায় থাকা এই সড়কটির সৌন্দর্য্যবর্ধনের কাজ করছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। যার সম্ভাব্য ব্যয় ৯০ কোটি টাকার পুরোটায় দেবে তারা নিজেরাই। বিনিময়ে এর দেখভাল করবে ১০ বছর।
সড়ক ও জনপদের বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি একটি পাইলট প্রকল্প মাত্র। এতে সফলতা মিললে আগামীতে সওজের অন্যান্য সড়কও ছেড়ে দেয়া হবে বেসরকারি খাতে।
অনলাইন নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ ।