সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই চলছে ঢাকা নিউ মার্কেটের অর্ধেকেরও বেশি দোকান। সেখানকার স্থায়ী এক হাজার ৮০০ দোকানের বেশিরভাগই নির্মাণ করা হয়েছে উদ্যান, পার্কিং ও মসজিদের জায়গা দখল করে।মার্কেট কমিটির অভিযোগ অবৈধ এসব দোকান ছাড়াও মার্কেটের ভেতরে ও বাইরে অস্থায়ী দোকান গড়ে উঠেছে।
এতে পুরো এলাকায় যানজটের পাশাপাশি ঘিঞ্জি হচ্ছে পরিবেশ। নিউ মার্কেটের অবৈধ দোকান চিহ্নিত করে তা উচ্ছেদের আশ্বাস দিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকন। ১৯৫২ সালে ৩৫ একর জমিতে গড়ে তোলা হয় মূল এক তলা নিউ মার্কেট ভবন। এরপর মূল মার্কেট ঘিরে পরপর তৈরি হয় তিনটি তিন তলা মার্কেট। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মার্কেটের পরিধি। আর এই সম্প্রসারণের বেশিরভাগই অনুমোদনহীন। নিউ মার্কেটের ভেতরেই বিভিন্ন খালি জায়গা দখল কোরে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থায়ী দোকান। মূল মার্কেট ভবন এবং তিনতলা ভবনগুলোর আশপাশেও গড়ে উঠেছে হাজার খানেক অবৈধ দোকান। নিউ মার্কেটের ভেতরের ও বাইরের ফুটপাতও চলে গেছে হকারদের দখলে। অপরিকল্পিতভাবে দোকান গড়ে ওঠায় মার্কেটের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্রেতারা।
রাজনৈতিক সংগঠনের আশ্রয় ও প্রশাসনের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় নকশা বর্হিভূত দোকান নির্মাণের কথা স্বীকার করেছেন দোকান মালিক সমিতির নেতারাও।দ্রুত নিউ মার্কেট থেকে অবৈধ দোকান উচ্ছেদের আশ্বাস দিয়েছেন দক্ষিণ ঢাকার মেয়র।নিউ মার্কেট এলাকার নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে অবৈধ বরাদ্দ বাতিলের ঘোষণাও দিয়েছেন মেয়র সাঈদ খোকন।
পাঠকের মন্তব্য
– See more at: http://independent24.tv/details/4116#sthash.o9A2q9HB.dpuf