রাজনীতির কারণে চার বছরেও নিরাপদ সড়ক আইন করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। নিরাপদ সড়ক চাই সংগঠনের সপ্তম মহাসমাবেশে তিনি এ অভিযোগ করেন।

আর সড়ক দুর্ঘটনা রোধে বিদ্যমান আইনকেই যুগপোযোগী ও কার্যকরের পরামর্শ দিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সড়কে প্রতি বছর মৃত্যুর মিছিল বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ১৯৯৩ সালে নিরাপদ সড়ক চাই সংগঠনের জন্ম। প্রতিষ্ঠাতা চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে কাজ করে যাচ্ছে সংগঠনটি। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে হয়ে গেলো এর সপ্তম মহাসমাবেশ।

এতে বক্তারা বলেন, আইনের দুর্বলতার কারণে সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হচ্ছে না।

রাজধানীতে সড়ক দুর্ঘটনারোধে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন ঢাকা উত্তর সিটির মেয়র।

সড়ক দুর্ঘটনারোধে সংসদে আইন পাসের ক্ষেত্রে গুরত্ব দেয়া হবে বলে জানান স্পিকার।

আইনের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে সচেতনা বাড়ালে সড়কে দুর্ঘটনা অনেকাংশে কমবে বলে মত দেন বক্তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে