রাজধানীর সাইন্স ল্যাবরোটারিতে চলছে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলা। মেলায় অংশগ্রহণকারী প্রজন্মের ভাবনায় জ্বালানি সাশ্রয়, প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোসহ আধুনিক এক সবুজ বাংলাদেশ। এ ধরনের উদ্যোগের ব্যাপকতা বাড়ানোর দাবি দর্শনার্থীদের। তবে আপাতত প্রদর্শনীর বাইরে কিছু ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন মন্ত্রী।
ভূমিকম্প শুরু হলেই আপনা আপনিই বন্ধ হয়ে যাবে বিদ্যুৎ সংযোগ। এতে অনেকটাই কমে আসবে ক্ষয়ক্ষতির মাত্রা। বিজ্ঞান মেলায় এক ক্ষুদে উদ্ভাবক তুলে ধরেন তার ভাবনা।একটা সময় বিজ্ঞান মেলা মানেই ছিল ছোট বড় রোবট কিংবা যান্ত্রিক কিছুর প্রদর্শনী। কিন্তু এখন শিক্ষার্থীরা ভাবছে ভিন্ন ভাবে। বিজ্ঞান মেলাও তাই দেখা মিলছে সবুজের। কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমানো এবং কম জমিতে অধিক উৎপাদনের নানা বৈজ্ঞানিক পন্থা নিয়ে হাজির হয়েছেন তারা।
মেলায় এসে দর্শনার্থীরাও অভিভূত, তরুণ এসব উদ্ভাবকদের পৃষ্ঠপোষক করার দাবি তাদের। যদিও মন্ত্রী বলছেন, প্রদর্শনীর বাইরে বাড়তি কোন পরিকল্পনা আপাতত নেই। তিনি বলেন, এসব বাচ্চা ছেলে-মেয়েরা যখন বড় হবে তখন দেশের চেহারাই পাল্টে যাবে। কারণ, তাদের চিন্তা ভাবনা সবকিছু মিলিয়ে এখন অনেক দুরে এগিয়ে গিয়েছি। আমাদের অনেক কিছুই চিন্তা করতে হয়, এটাতো এখনো বাণিজ্যিক পর্যায়ে পৌঁছায়নি।’
তিনদিন ব্যাপী মেলায় ১৩৯টি শিক্ষা প্রতিষ্ঠান ও ১৬টি বিজ্ঞান ক্লাব অংশ নিচ্ছে।
শিক্ষা ডেস্ক, বিডি টাইমস নিউজ ।