সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যদিয়ে শেষ হলো সুন্দরবন রক্ষায় রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎপ্রকল্প বাতিলসহ ৭ দফা দাবিতে চলা আধাবেলার হরতাল।

সকালে শাহবাগে পুলিশ ও হরতালকারীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হন। এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ, ২৫ ফেব্রুয়ারি সারাদেশে অবস্থান কর্মসূচি আর ১১ মার্চ খুলনায় উপকূলীয় মানুষদের নিয়ে সমাবেশের ঘোষণা দিয়েছে তেল গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

এদিকে, শাহবাগ ছাড়া হরতালে শহরের অন্যান্য স্থানে পরিস্থিতি ছিলো স্বাভাবিক। সুন্দরবনের কাছে রামপালে কয়লাবিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে গত সাত বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে তেল গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।

প্রথমবারের মত ডাকা আধাবেলার হরতালে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো হতে থাকেন হরতাল সমর্থকরা। শাহবাগ মোড়ে আসতেই পুলিশি বাধার মুখে পরে তাদের মিছিল। কাঁটাতারের ব্যারিকেড ভেঙে মিছিলটি শাহবাগ মোড়ে যেতে চাইলে চড়াও হয় পুলিশ।

এক পর্যায়ে জলকামান আর কাঁদানে গ্যাস ছুড়লে, উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। শান্তিপূর্ন কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরনে ক্ষোভ জানিয়েছেন হরতাল সমর্থকরা। তবে পুলিশের দাবি, সড়কে যান চলাচল স্বভাবিক রাখতেই হরতালকারীদের বাধা দেয়া হয়েছে। জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ থেকে পুলিশি হামলার তীব্র নিন্দা জানায়, তেল-গ্যাস রক্ষায় জাতীয় কমিটির নেতারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে