২৩ জানুয়ারি শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ। এবার জঙ্গি দমন অভিযানে জীবন বাজি রেখে নেতৃত্ব দেয়া পুলিশ সদস্যদের সর্বোচ্চ পদক বিপিএম ও পিপিএম দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি। আর এবারই প্রথম পুলিশের নানা সমস্য সমাধানে কল্যাণসভা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালে জঙ্গিবিরোধী অভিযান ছিলো বাংলাদেশ পুলিশের জন্য নতুন চ্যালেঞ্জ। আর এ কাজে সাফল্যের জন্য এবারের পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পাচ্ছেন ৭৭ জন।
পুরস্কৃত হচ্ছেন আহত ও মরনোত্তর ৩৭ পুলিশ সদস্য। আর অন্যান্য কাজে সেবা-সাহসিকতার জন্য পুলিশের সর্বোচ্চ পদক পাচ্ছেন ৫৫ জন। এছাড়া এবারই প্রথম সব পর্যায়ের পুলিশ সদস্যদের নিয়ে কল্যাণসভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বিদ্যমান নানা সমস্যা ও দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে বলেও জানিয়ছেন আইজিপি এ কে এম শহীদুল হক।
ব্রিটিশ আমলে প্রবর্তিত আইনের কিছু ধারা যুগোপযোগী করতে কাজ চলছে হচ্ছে কিছু নতুন ইউনিটও। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমলাতান্ত্রিক জটিলতায় এসব ধীরগতিতে এগুচ্ছে বলেও জানান আইজিপি।