নতুন হল নির্মাণে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ শেষে তারা এ ঘোষণা দেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় ব্যানার-পোস্টার-প্ল্যাকার্ডের পাশাপাশি মুহুমুহু স্লোগানে নতুন হল নির্মাণের দাবি তুলে ধরেন তারা। সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে বানচাল করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটি মহল নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন আন্দোলনকারীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মহলের সঙ্গে আঁতাত করে আন্দোলনকারীদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা। কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না মন্তব্য করে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন আন্দোলনকারীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে