অবিরাম বর্ষণ আর উজানের ঢলে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আবারো অবনতি হয়েছে। রংপুরের তিস্তা, ঘাঘট, যমুনেশ্বরীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গঙ্গাচড়া কাউনিয়া পীরগাছা, বদরগঞ্জ উপজেলার নি¤œাঞ্চলের ১৫টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। এতে করে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নদী চরাঞ্চলের কয়েক হাজার বাড়ীঘর নিমজ্জিত হওয়ায় বাধে ও নদী তীরবর্তী উচু স্থানে আশ্রয় নিয়েছে বানভাসিরা। এছাড়া কয়েক হাজার হেক্টর জমির সবজ্বী ও বীজ নষ্ট হয়েছে। এদিকে, বন্যায় লালমনিরহাটের ৫ উপজেলার ৩০ হাজার  মানুষ পানিবন্দী  হয়ে পড়েছেন। দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবারের অভাবে পানিবন্দী লোকজন মানবেতর জীবন যাপন করছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে