ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকার একটি প্রবন্ধে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ। এ ঘটনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে উপার্চাযের পদত্যাগের দাবি করেছে ছাত্রলীগ। প্রকাশিত স্বরণিকায় জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করেন ভারপ্রাপ্ত বেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান। ঘটনাটি জানার পর ছাত্রলীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় উপাচার্যের গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। পরে উপাচার্যের বাসভবন ঘেরাও করে তারা।

উপাচার্যের পদত্যাগ দাবির পক্ষে যুক্তি দিয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান বলেন, ‘তিনি প্রশাসনের সর্বোচ্চ জায়গায় রয়েছেন। এর ভুল তিনি এড়াতে পারেন না। এ কারণে উপাচার্যসহ যারা স্মরণিকা প্রকাশের সঙ্গে জড়িত তাদের সবার পদত্যাগ আমরা দাবি করছি।’ এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান উপাচার্য। স্মরণিকার একটি প্রবন্ধে ‘মারাত্মক ভুল’ লক্ষ্য করার কথা জানিয়ে আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “এটা বাইলাইন পাবলিকেশন ছিল। সেই প্রবন্ধের রচয়িতার ওপর দায় বর্তাবে। তাকে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আজকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। এ উপলক্ষে নানা আয়োজন চলছে। এ উপলক্ষে একটি আলোচনা সভায় একটা স্মরণিকা প্রকাশ করা হয়। “সেখানে তাৎক্ষণিকভাবে আমরা প্রত্যক্ষ করি, … ভুল আছে। সেই কারণে আলোচনা অনুষ্ঠানেই সেটা প্রত্যাহার এবং বাজেয়াপ্ত করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে গাড়ি ভাংচুরের প্রসঙ্গে উপাচার্য বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ের বাইরে ছিলাম। আমি যখন বাংলোতে প্রবেশ করছিলাম, সেই সময় আমার গাড়িতে হামলা করা হয়েছে। আপনারা সেটা অবগত আছেন।” রেজিস্ট্রারকে অব্যাহতি দেয়ার ঘোষণা দেয়া হলেও উপাচার্যের পদত্যাগ দাবি করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে