আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পথে, আরেক ধাপ এগোলো বাংলাদেশ। সকালে মেট্রোরেল ও বাস র‍্যাপিড ট্রানজিট-বিআরটির নির্মাণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে, শুরু হল এ যাত্রা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকল্প দুটির কাজের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু ঢাকা নয় সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার। জানান, যানজট নিরসনে ঢাকাকে ঘিরে বৃত্তাকার সড়ক, রেল ও নৌ-পথ নির্মাণের কথাও। স্বপ্নের মেট্রোরেল। বলা হচ্ছে ২২ হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে পাল্টে যাবে রাজধানীর গণপরিবহনের চিত্র। ২০ কিলোমিটার দীর্ঘ এই পথে স্টপেজ বা স্টেশন থাকবে ১৬ টি, আর উত্তরা-মতিঝিল রুটে প্রতি ঘন্টায় পরিবহন করা যাবে ৬০ হাজার যাত্রী। বহু প্রতিক্ষিত মেট্রোরেল প্রকল্পসহ গাজীপুর এয়ারপোর্ট রুটে বাস র‍্যাপিড সার্ভিসের নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তুলে ধরেন দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর পরিকল্পনা ও পদক্ষেপের কথা।

প্রধানমন্ত্রী বলেন, যানজট নিরসনে ঢাকাকে ঘিরে বৃত্তাকার সড়ক, রেল ও নৌ-পথ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এছাড়া ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো ঢাকা-সিলেট মহাসড়কও চার লেনে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশা শুধু আভ্যন্তরীন যোগাযোগই না, আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রেও একটি শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ। যা মেলবন্ধন ঘটাবে প্রাচ্য ও প্রাশ্চাত্যের মধ্যে। উন্নয়নের সুফল পরিপূর্ণভাবে পেতে টেকসই উন্নয়নের প্রয়োজনীয় কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে