রমজানেও রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানি সংকট। বিশুদ্ধ পানির অভাবে নামাজ, রোজা, ইফতারি ও সেহরি ঠিকমত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন এসব এলাকার বাসিন্দারা। অনেক অবৈধ সংযোগের কারণেই পানি পাওয়া যাচ্ছেনা এমন অভিযোগ করেছেন অনেকে। সমস্যা সমাধানে ওয়াসার চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন ব্যবস্থাপনা পরিচালক।

রাজধানীর শ্যাওড়াপাড়া এলাকা। একটু পানির আশায় সারাদিনই মটর ছেড়ে রেখেছেন বাড়ির মালিকরা। তবু মিলছেনা পানি। যেটুকু মিলছে তাও প্রয়োজনের তুলনায় খুব কম। রোজায় পানি সংকটে সৃষ্ট নানা সমস্যার কথা জানালেন স্থানীয়রা। শুধু এই এলাকাই নয় তীব্র পানি সংকটে ভুগছেন রামপুরা, বাড্ডা, আদাবরসহ আরও অনেক এলাকার বাসিন্দারা। বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে ওয়াসার গাড়ি থেকে পানি কিনতে হচ্ছে তাদের। অনেকে নিয়েছেন অবৈধ সংযোগ।

রাজধানীতে দৈনিক সর্বোচ্চ ২৩০ কোটি লিটারের চাহিদার বিপরীতে ২৪২ কোটি লিটার পানি উৎপাদিত হলেও দীর্ঘস্থায়ী সংরক্ষণ সক্ষমতার অভাবে তা ব্যবহার করা যাচ্ছে না বলে জানান ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। পাশাপাশি কিছু এলাকার পাম্পগুলোর উৎপাদন ক্ষমতা কমে গেছে উল্লেখ করে দ্রুত সমস্যা সমাধানে ওয়াসা কাজ করছে বলে জানালেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে