প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব বাতিলে বাংলাদেশ সরকারের চিন্তাভাবনার খবরে উদ্বেগ প্রকাশ করে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসীরা। এ পদক্ষেপকে ‘হঠকারী সিদ্ধান্ত’ উল্লেখ করে তারা বলছেন, দ্বৈত নাগরিকত্ব বাতিল করা হলে দেশে বিনিয়োগ ও রেমিটেন্সের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। দেশে নিজেদের সম্পত্তির ভবিষ্যৎ নিয়েও উৎকণ্ঠা বাড়ছে প্রবাসীদের।
নিউইয়র্ক বাংলাদেশ কন্স্যলেটের অধীন আশেপাশের ৮ রাজ্যে এযাবৎ ‘নো ভিসা রিকয়ার্ড’ সিল মোহর দেয়ার সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ। জন্মসূত্রে নাগরিক হয়েছেন এ সংখ্যার বাইরেও প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশীর রয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব।
সম্প্রতি প্রবাসী বাংলাদেশিদের নাগরিকত্ব বাতিলে, ‘বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদের বৈঠকের সিদ্ধান্তে’ সমালোচনার ঝড় ওঠে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশ কমিউটিনিতে। এতে উদ্বেগ প্রকাশ করে প্রবাসীরা বলছেন, দ্বৈত নাগরিকত্ব বাতিল করা হলে দেশে রেমিটেন্স পাঠানোর সংখ্যাও আশংকাজনক-ভাবে কমে যেতে পারে। প্রবাসীদের নাগরিকত্ব বাতিলের পরিকল্পনাকে সরকারের ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান তারা।
তবে, প্রবাসীদের নাগরিকত্ব বাতিল ইস্যুতে কোন ধরনের মন্তব্য করতে অপারগতা জানান কন্সাল জেনারেল শামীম আহসান।