বিশেষ করে লোকাল এবং বিশেষ ট্রেনেই সংযোজন করা হবে ভাঙা-চোরা এসব বগি। এতে সাধারণ যাত্রীদেরই ভোগান্তি পোহাতে হবে সবচেয়ে বেশি। সংকটের কারণে এমনিতেই প্রতিটি ট্রেনে ১২টির বেশি বগি সংযোজন করা যায় না। তবে প্রতিটি ট্রেনে বগি থাকার কথা অন্তত ১৮টি। কিন্তু ঈদের সময় যাত্রী চাহিদা মেটাতে গিয়ে বগির সংখ্যা যেমন বাড়াতে হয়, তেমনি চালু রাখতে হবে সাত জোড়া বিশেষ ট্রেনের। এ সময়ের জন্য দরকার দেড়শ’র বেশি বগি। কিন্তু নানা চেষ্টা করেও ৮৬টির বেশি বগি পাচ্ছে না রেলওয়ে পূর্বাঞ্চল।
২২ জুন থেকে শুরু হচ্ছে ঈদের অগ্রিম টিকেট বিক্রি। আর ১ জুলাই থেকে শুরু ঈদের যাত্রা। কিন্তু পাহাড়তলী ওয়ার্কশপ থেকে পুরো পূর্বাঞ্চলের জন্য পাওয়া গেছে মাত্র ৩৫টি বগি। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগেই প্রয়োজন কমপক্ষে ৩২টি বগি। তবে প্রয়োজনীয় বগি না পেলে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হবে।
বাংলাদেশ রেলওয়ে প্রতি বছর চার কোটির বেশি যাত্রী পরিবহন করে। এর মধ্যে পূর্বাঞ্চলের যাত্রী সংখ্যা আড়াই কোটির বেশি।