গোপালপুর প্রতিনিধিঃ ‘ধর্ষন মুক্ত নিরাপদ দেশ চাই, মা বোনদের নিরাপত্তা চাই’ স্লোগানে ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত।
আজ সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোপালপুর উপজেলা শাখার আয়োজনে থানা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার বিমল, সম্পাদক কিশোর কুমার দেব, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, কেন্দ্রিয় কালীমন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা, সুভাষ কুন্ডু, রতন ঘটক, হিমাদ্রী কুমার চন্দ, পিযুষ কান্তি সাহা, দিলিপ কুমার কুন্ডু, মুকুল চরণ পাল, প্রতাপ কর্মকার, হরিদাস দে প্রমূখ।
মানববন্ধনে মনিকাসহ সকল সহিংসতার প্রতিবাদ এবং নুসরাত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুততার সাথে যথাযথ বিচারের দাবীতে ঘটনায় প্রধান অভিযুক্ত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাহসহ এর সঙ্গে জড়িতদের মৃত্যুদন্ডের দাবি জানান।
কে এম মিঠু
গোপালপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ