সাঁড়াশি অভিযানের ৫ম দিনে নওগাঁয় বাংলাভাইয়ের অন্যতম সহযোগীসহ ৩ জেএমবি সদস্য, ১ জামায়াত নেতাসহ ৭৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জেএবি সদস্যরা হলো- নওগাঁর রানীনগর উপজেলার বড়গাছা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী খাইরুল আলম মন্টু (৫৫), পতœীতলা উপজেলার কাঁটাবাড়ী গ্রামের জিল্লুর রহমানের ছেলে জালাল আহমেদ (৪৫), একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোশারফ হোসেন (৩৩) ও মান্দা উপজেলার কীর্ত্তলীপুর গ্রামের বাসিন্দা জামায়াত নেতা মোজাম্মেল হক (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে আজ বুধবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় পুলিশ সদস্যরা অভিযান চালান। এ সময় রানীনগরের বড়গাছা গ্রাম থেকে খাইরুল আলম, পতœীতলার কাঁটাবাড়ী থেকে জালাল আহমেদ ও মোশারফ হোসেনকে আটক করা হয়। এছাড়া জামায়াত নেতা মোজাম্মেল হককে তার বাড়ি থেকে আটক করা হয়। এছাড়া বিভিন্ন মামলার আসামী ও ওয়ারেন্টভূক্ত আরো ৭০জনকে আটক করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, আটক জামায়াত নেতা ও জেএমবি সদস্যদের প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্কান্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মামলা রয়েছে।
আজ বিকেলে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান এসপি।
খন্দকার রউফ পাভেল
নওগাঁ প্রতিনিধি।