একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোণার পলাতক ৫ রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেয়।

পাঁচ আসামির বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড দেয়া হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫ যুদ্ধাপরাধী হলেন, নেত্রকোণার পূর্বধলার শেখ আব্দুল মজিদ, আব্দুল খালেক তালুকদার, কবির খান, আব্দুস সালাম বেগ ও নুরউদ্দিন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে প্রশাসনের ব্যর্থতা রয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তারে ট্রাইব্যুনাল প্রশাসনকে নির্দেশ দিয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী মোখলেসুর রহমান বাদল।

এর আগে গত ২৮ জানুয়ারি শেষ হয় এই মামলার শুনানি। মূল আসামি ৭ জন হলেও পরে আব্দুর রহমান ও আহাম্মদ আলী গ্রেপ্তারের পর হাসপাতালে মারা যান।

 নিউজ ডেস্ক।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে