নাটোরের বনপাড়ার খ্রিস্টান মুদি ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত ভাড়াটিয়া সবুজের ফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুই দিনের রিমান্ড শেষে আরও জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৭ জুন ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল একই আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ওসি আব্দুল হাই বিডি টাইম্স নিউজকে জানান, সুনীল গোমেজ হত্যাকাণ্ডে গ্রেফতারকৃত সবুজকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করা হয়েছে। আরও তথ্য সংগ্রহের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ৫ জুন দুপুর ১২টার দিকে নাটোরের বনপাড়ায় সুনীল গোমেজ (৬০) নামে খ্রিস্টান ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গোমেজ খ্রিস্টান পল্লীর বাসিন্দা ছিলেন।

প্রসেনজিত কুমার
নাটোর, বিডি টাইমস নিউজ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে