বেরোবি ।। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘রাষ্ট্রবিজ্ঞান জার্নাল’ এর ইংরেজি দ্বিতীয় সংখ্যা মোড়ক উম্মোচন করা হয়েছে।

আজ রবিবার (১০ মার্চ ২০১৯) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এবং জার্নালটির সম্পাদক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ এই জার্নালের মোড়ক উম্মোচন করেন। জার্নালটির মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইবার সেন্টারের পরিচালক মুহাঃ শামসুজ্জামান উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মোঃ দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরিফুল ইসলাম, প্রভাষক মোঃ সাইফুল ইসলাম এবং মোছাঃ রাজিয়া সুলতানা প্রমুখ।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ‘রাষ্ট্রবিজ্ঞান জার্নাল’ ইংরেজি দ্বিতীয় সংখ্যার ভলিউম-১, নম্বর-২ (ডিসেম্বর-২০১৮) জার্নাটিতে মোট নয়টি গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে