চলতি বছরে পুরোপুরি কার্যকর হচ্ছে না নতুন ভ্যাট আইন। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা আরও এক বছর প্যাকেজ ভ্যাটের সুবিধা পাবেন। তবে পরের অর্থবছর থেকে এই আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিকে, ব্যক্তি করমুক্ত আয়সীমা না বাড়লেও সম্পদের ওপর সারচার্জ হারে পরিবর্তন আসছে। ১০ শতাংশ কমছে পোশাক খাতের কর্পোরেট কর। নতুন একটি স্তর যোগ হবে শুল্ক কাঠামোয়।

ব্যবসায়ীদের আপত্তির মুখে ভ্যাট আইন বাস্তবায়ন থেকে কিছুটা সরে এলেন অর্থমন্ত্রী। তবে জুলাই ২০১৭ থেকে ভ্যাট আইন পুরোপুরি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন তিনি। ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীরা আরও এক বছর প্যাকেজ পদ্ধতিতে ভ্যাট দিতে পারবেন। তবে প্যাকেজে টাকার পরিমান দ্বিগুন করার প্রস্তাব করা হয়েছে। আর প্রত্যক্ষ কর আইন জুলাই ২০১৮ সালে পাশ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

শুল্ক কাঠামোয় বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ১৫ শতাংশের নতুন স্তর যোগ হচ্ছে কাঠামোয়। রেগুলেটরি ডিউটি ১ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। পোশাক খাতের কর্পোরেট কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আবাসন খাতকে হ্রাসকৃত উৎসে কর সুবিধা দেয়ার প্রস্তাবও করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, ব্যক্তি করমুক্ত আয়সীমা বাড়ছে না। করহারেও পরিবর্তন আসছে না। তবে আয় বৈষম্য কমাতে সারচার্জ পুনর্বিন্যাস করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বিশ কোটি টাকার অধিক সম্পদের ক্ষেত্রে ৩০ শতাংশ সারচার্জের প্রস্তাব করা হয়েছে। প্রতি বছর ৩০ অক্টোবর কর দিবস পালনে বাধ্যবাধকতা আরোপের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

আয়কর আদায়ের লক্ষ্য অর্জনে করদাতার সংখ্যা ১২ লাখ থেকে ১৫ লাখে উন্নীত করার ইচ্ছের কথাও জানিয়েছেন অর্থমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে