সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা জানিয়ে নতুন অর্থবছরের জন্য ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করেন। এ নিয়ে টানা আটবার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী। তবে সবমিলিয়ে তিনি ১০ বার বাজেট উপস্থাপন করলেন। বাংলাদেশে এই প্রথম এত বড় অংকের বাজেট পেশ করা হলো। আগের অর্থবছরের বাজেটের আকার ছিল ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। এবারের বাজেট গতবছরের তুলনায় আকারে প্রায় ১৫ শতাংশ বড়।

২০১৬-২০১৭ অর্থবছরের বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা। উন্নয়ন কর্মসূচীতে ব্যয় হবে ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। নতুন অর্থবছরে করমুক্ত আয়ের সীমা আগের বছরের মতোই থাকছে। পুরুষদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা, নারী ও বয়স্কদের ক্ষেত্রে এই সীমা ৩ লাখ টাকা। বাজেটে কর আদায়ের জন্য মূল্য সংযোজন কর বা ভ্যাটের উপর সবচেয়ে জোর দেয়া হয়েছে। এই খাত থেকে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২ হাজার ৭৬৪ কোটি টাকা। আয়কর ও মুনাফা কর ধরা হয়েছে ৭১ হাজার ৯৪০ কোটি টাকা।

তবে মূসক ও সম্পূরক শুল্ক আইনটি এ বছর থেকে কার্যকর করার কথা আগে বলা হলেও, অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানিয়েছেন, পরের অর্থবছর, অর্থাৎ ২০১৭ সালের জুলাই থেকে কার্যকর হবে। প্রতিবছরের ৩০ অক্টোবর কর দিবস ঘোষণা করে, ওই দিনের মধ্যে আয়কর বিবরণী দাখিলের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ওই তারিখের পর বিবরণী দাখিলের আর কোন সময় বাড়ানো হবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে