বায়োমেট্রিক পদ্ধতিতে পুনঃনিবন্ধন না হওয়া প্রায় আড়াই কোটি সিম বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে৷ কিন্তু যাঁরা নিবন্ধন করেছেন তাঁরাও সমস্যায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে৷ তবে বিটিআরসি জানিয়েছে, দেশের বাইরে থাকা রোমিং সিম ব্যবহারকারী গ্রাহক দেশে ফেরার পর বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের জন্য সাত দিন সময় পাবেন৷ এর মধ্যে তাঁকে আঙুলের ছাপ দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সেরে ফেলতে হবে৷ নিবন্ধনের সময় গ্রাহককে পাসপোর্ট ও দেশে ফেরার বিস্তারিত কাগজপত্র দেখাতে হবে বলেও ওই নির্দেশনায় জানানো হয়েছে৷
বিটিআরসির তথ্য অনুযায়ী, গ্রাহকের হাতে থাকা প্রায় ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে ৩১ মে রাত ১২টা পর্যন্ত ১০ কোটি ৮১ লাখ ৮ হাজার ১৩৮টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে৷ এই হিসাবে প্রায় আড়াই কোটি সিম নিষ্ক্রিয় হওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে৷ সিম নিবন্ধনের পরেরদিন, অর্থাৎ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের অভিজ্ঞতা জানিয়েছেন৷
সোহানা চৌধুরী টুইটারে অদ্ভুত এক সমস্যার কথা জানিয়েছেন৷ তিনি জানান, যেটার রেজিস্ট্রেশন করেছেন সেটার নেটওয়ার্ক নেই, আর যেটা করেনি, সেই সিমের নেটওয়ার্ক আছে৷