বায়োমেট্রিক পদ্ধতিতে যারা সিম রেজিস্ট্রেশন করেননি আগামী ১৫ মাসের মধ্যে যেকোনো সময় গ্রাহক যদি সিম বা রিম রেজিস্ট্রেশন করাতে চান তবে তাতে সরকারের ১শ’ টাকা ভ্যাট যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিটিআরসি’র সচিব সরোয়ার আলম।
বিডি টাইম্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন। তবে এই ভ্যাট গ্রাহক বা কোম্পানিকে বহন করবে তা অপারেটর কোম্পানির উপর নির্ভর করে। বিটিআরসি’র সচিব সরোয়ার আলম বলেন, ‘আগামীকাল সকালে যাদের সিম বন্ধ হয়ে যাবে তারা যেকোনো কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে সিম নিবন্ধন করতে পারবেন। এক বছর তিন মাস পর্যন্ত তার সিমটি প্রিজারভ করা হবে এবং ঐ সময় এর মধ্যে যদি নিবন্ধন না করেন তাহলে অপারেটর পরে অন্য কারোর কাছে বিক্রি করে দিবেন।’
বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি’র হিসেব অনুযায়ী, গেল পাঁচ মাস ধরে চলা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ও রিম কার্ড নিবন্ধন ঘোষণার পর থেকে, সচল থাকা ১৩ কোটি ২০ লাখ সিমের মধ্যে শনিবার পর্যন্ত নিবন্ধিত হয়েছে ১০ কোটি ৯ লাখ সিম।
অনিবন্ধিত বাকি সিম ও রিম কার্ড ৫৪০ দিনের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে অপারেটররা সেগুলোর মালিকানা পরিবর্তন করতে পারবে বলে জানিয়েছে বিটিআরসি। এদিকে, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিবন্ধিত সিম বন্ধ না করার নির্দেশনা চেয়ে আবেদন করেছেন এক আইনজীবী।
সোমবার সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিলটি দায়ের করের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই বিষয়ে আজ দুপুরে শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১২ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বৈধ বলে রায় দেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। তবে রায় এখনও পূর্ণাঙ্গ আকারে প্রকাশ হয়নি।
শেষ দিনে গ্রাহকদের উপচে পড়া ভিড়
বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা না হলে জিরো আওয়ারেই বন্ধ করে দেয়া হবে সব অ-নিবন্ধিত সিম। শেষ দিনে দেশের বিভিন্ন স্থানে বায়োমেট্টিক পদ্ধতিতে সিম নিবন্ধন পয়েন্টগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে।
সকাল থেকে রাজশাহীতে মোবাইল ফোন কোম্পানির সার্ভিস সেন্টারসহ বিভিন্ন সিম রি-রেজিস্ট্রেশন পয়েন্টে গ্রাহকদের প্রচুর ভিড় দেখা দেখা যায়। তবে জাতীয় পরিচয়পত্র না থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। শেষ দিনে বরিশালে চলছে সিম নিবন্ধনের কাজ। শেষ দিন হওয়ায় ভিড় অন্যান্য দিনের তুলনায় কিছুটা বেশি দেখা যায়। এদিকে সিম নিবন্ধনের সময়সীমা আরো কিছুদিন বাড়ানোর দাবি জানিয়েছেন গ্রাহকরা।
এছাড়া ময়মনসিংহসহ দেশের বিভিন্ন এলাকায় গ্রাহকদের প্রচুর ভিড় দেখা যায় বায়োমেট্টিক পদ্ধতিতে সিম রি-রেজিস্ট্রেশন পয়েন্টগুলোতে।