রিজার্ভের অর্থ চুরিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। অর্থমন্ত্রীর কাছে সোমবার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়ে এ কথা জানিয়েছেন কমিটির প্রধান ড. মোহাম্মদ ফরাসউদ্দীন। রিজার্ভ চুরির ঘটনায় সুইফট দায় এড়াতে পারে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১৫ থেকে ২০ দিনের মধ্যে এ প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ‌আটশ কোটি টাকা চুরির ঘটনায় গত ১৫ মার্চ তদন্ত কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠন করা হয় তিন সদস্যের কমিটি। অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেয়ার পর সোমবার অর্থমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিলো, কমিটি।

অন্তর্বর্তীকালীন প্রতিবেদন থেকে চূড়ান্ত প্রতিবেদনে অনেক পরিবর্তন আছে বলে জানিয়েছেন কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দীন। রিজার্ভ চুরিতে কেন্দ্রিয় ব্যাংকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলেও জানান তিনি। তদন্ত কাজ করতে গিয়ে কোন ধরনের চাপ ছিলো না উল্লেখ করে সাবেক এই গভনর্র জানান টাকা উদ্ধারের সুযোগ আছে।

প্রতিবেদন পাবার পর অর্থমন্ত্রী জানান রির্জার্ভ চুরি ঘটনায় সরকারের এই দলিল খুবই গুরুত্বপূর্ণ। জনস্বার্থে এই প্রতিবেদন প্রকাশ করা হবে। রিজার্ভ চুরির আড়াই মাস পর পূর্ণাঙ্গ প্রতিবেদন দিলো কমিটি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে