আশুলিয়ায় ব্যাংক ডাকাতির সময় আটজন নিহতের ঘটনায় ৬ জেএমবি সদস্যকে ফাঁসি এবং এক জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আদালত ২ জনকে ৩ বছরের কারাদণ্ড এবং ২ জনকে অভিযোগ থেকে খালাস দিয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন।

গত বছর ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজারে কমার্স ব্যাংকের একটি শাখায় হামলা করে ডাকাত দল। এ সময় ব্যাংকের শাখা ব্যবস্থাপকসহ আটজন নিহত হন। পরে পুলিশের তদন্তে বেরিয়ে আসে তহবিল সংগ্রহের জন্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবি এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার এক বছরের মাথায় দেয়া রায়ে ১১ আসামির মধ্যে আদালত ৬ জনকে ফাঁসি, ১ জনকে যাবজ্জীবন ও ২ জনকে ৩ বছর করে কারাদণ্ড দেন। এছাড়া খালাস দেয়া হয় ২ জনকে। তবে আসামী পক্ষের আইনজীবী ন্যায় বিচার হয়নি এমন দাবী করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। এই ঘটনায় দায়ের করা মামলায় ১১ আসামির মধ্যে ১০ জন গ্রেফতার রয়েছেন এবং এদের মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে