জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর বিরূপ প্রতিক্রিয়া দেখানোয় ঢাকায় দেশটির হাইকমিশনারকে সুজা আলমকে আবার তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাজমুল হুদাকেও পাল্টা তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়। নিজামীর ফাঁসি কার্যকর হওয়ায় গভীর উদ্বেগ জানিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে বুধবার সর্বসম্মতভাবে একটি নিন্দা প্রস্তাব পাস হয়। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই একাত্তরে গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী  আলবদর প্রধান বর্তমান জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করেছে বাংলাদেশ সরকার। ফাঁসি কার্যকরের আগে ও পরে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বিব্রতকর মন্তব্য করে পাকিস্তান।

মতিউর রহমান নিজামীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহের মধ্যে দুই দফা বিবৃতি দিল। এর আগে ৬ মে বিবৃতি দিয়েছিল তারা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে