জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেয়ার পর বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ককে প্রত্যাহার করেছে তুরস্ক। এদিকে, নিজামী ইস্যুতে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেফ তাইপ এরদোয়ান এ ঘোষণা দেন বলে জানায় সংবাদমাধ্যম রয়টার্স।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর থেকে যেসব দেশ এর বিরুদ্ধে অবস্থান নেয় তুরস্ক তার অন্যতম। নিজামীর ফাঁসির নিন্দা জানিয়ে গত বুধবার বিবৃতি দেয় তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তুর্কি সংবাদ বিষয়ক ওয়েবসাইট আনাডুলু জানিয়েছে, ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ককে শলাপরামর্শ করার জন্য আংকারায় ডেকে পাঠানো হয়েছে। এর আগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ফাঁসি না দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদকে চিঠি দিয়েছিলেন তুরস্কের দেশটির সাবেক প্রেসিডেন্ট আহমেত গুল।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে পাকিস্তান ও তুরস্কের এমন আচরণ শিষ্টাচার বহির্ভূত। বাংলাদেশে যুদ্ধাপরাধীর বিচার শুরুর পর থেকেই তুরস্ক ও পাকিস্তান এর বিরোধিতা করে বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে। যদিও বাংলাদেশ বলে আসছে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখেই তারা বিচার কার্য পরিচালনা করছে।