নাটোর ইঞ্জিনিয়ার এন্ড টেকনোলজি ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্ত প্রদান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার সময় অনুষ্ঠানের মাধ্যমে প্রতিটি মেধাবী শিক্ষাথীদের হতে ১৮০০ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো: খালিদ হোসেন লিটন প্রধান শিক্ষক, বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়। এবং তিনি বক্তব্যে বলেন, এই বছর(২০১৬) থেকে শুরু হল নাটোর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা। আগামীতে যেনো এই ইনস্টিটিউটের প্রত্যেক শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির চেক তুলে দিতে পারি তাই শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়া ও ভালো রেজাল্ট করতে হবে। এই কারিগরীক শিক্ষা একটি হাতে কলমের শিক্ষা এই শিক্ষায় শিক্ষিত হলে কাউকে বেকার থাকতে হবেনা। এই আনুষ্ঠানের সভাপতি করেন কাজী হাবীব আধ্যক্ষ, নাটোর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিউট, নাটোর। এবং সকল শিক্ষক শিক্ষিকা ও সকল শিক্ষার্থীর সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসেনজিত কুমার
নাটোর প্রতিনিধি, বিডি টাইম্স নিউজ।