এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর সারাদেশে পাসের হার ৮৮ দশমিক দুই নয় শতাংশ।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর করেন। এবার সম্মিলিতভাবে পাসের হার ৮৮ দশমিক দুই নয় শতাংশ। জিপিএ পাঁচ পেয়েছে ৯৬ হাজার ৭৬৯ জন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃতকার্যদের শুভেচ্ছা জানান। আর অকৃতকার্যদের আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো এক বিবিৃতিতে মঙ্গলবার এ তথ্য জানা গেছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি বোর্ডের অধীনে মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র ও ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী।

গত বছরের তুলনায় এবার পাসের হার এক দশমিক দুই পাঁচ শতাংশ বেড়েছে। রাজশাহী বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৭০ শতাংশ, সিলেটে ৮৪ দশমিক ৭৭ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৯০ দশমিক ৪৪ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৪ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮৯ দশমিক ৫৯ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৩ দশমিক ১১ শতাংশ এবং মাদ্রাসা বোর্ডে ৮৮ দশমিক ২২ শতাংশ। সারাদেশে জিপিএ পাঁচ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এবারও পরীক্ষা শেষ হবার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে