ইসরাইলের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিংডম অব সুইডেনের বিচার ও অভিবাসন বিষয়ক মন্ত্রী মরগান জনাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। সাক্ষাতে তাদের মধ্যে ১০ থেকে ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এক আন্তর্জাতিক সম্মেলনের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও তাদের মাঝে দুদেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়, বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতের অর্থনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, খালেদা জিয়া; যিনি একাধিকবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তান তার হয়ে আন্তর্জাতিক দরবারে ওকালতি করছে। এটা তাৎপর্যপূর্ণ। জামায়াতের মুখোশ আগেই উন্মোচিত হয়েছে, যতই দিন যাচ্ছে বিএনপির মুখোশও উন্মোচিত হচ্ছে।

‘তারা অব্যাহত ভাবে বাংলাদেশকে বিব্রত করার জন্য, বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শুধু তাই নয়, আমাদের কাছে এমনও খবর আছে, তারা (বিএনপি) ইসরাইলি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে, বাংলাদেশকে একটি ধর্মান্ধ মুসলিম দেশ হিসেবে উপস্থাপন করে তারা তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছে।’

‘বিএনপি ক্ষমতায় গেলে ইসরাইলের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। এটা যে কতো বড় অপরাধ! আমার মনে হয় এখন সময় এসেছে এসব সাক্ষ্য প্রমাণকে এক জায়গায় করে বাংলাদেশে বিএনপির রাজনীতি করার অধিকার আদৌ আছে কিনা। নৈতিক অধিকারের বাইরে গিয়ে বলবো, তাদের কোনো অধিকারই নেই। কারণ, তারা অব্যাহত ভাবে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।’

শাহরিয়ার আলম বলেন, বর্তমান রাজনীতি প্রমাণ করে বিএনপি-জামায়াতের ওপর বাংলাদেশের মানুষের আস্থা নেই। আর বিএনপির এসব কর্মকাণ্ড প্রমাণ করে বাংলাদেশের মানুষের ওপর তাদেরও আস্থা বা বিশ্বাস নেই।

‘তাদের ভবিষ্যত এদেশের মানুষের ওপর নির্ভর করছে না। তারা মনে করছে, তাদের ভবিষ্যত নির্ভর করছে সেইসব রাষ্ট্রের ওপর যাদের সঙ্গে তারা যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করছে। আমার মনে হয়, কেউ যুদ্ধাপরাধী দল হিসেবে বিএনপিকে নিষিদ্ধ করার দাবি করলে, সেটা মোটেও অযৌক্তিক হবে না,’ বলেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে