নাটোর-ঢাকা মহাসড়কের নাটোরের গাজীর বিল এলাকায় হাইওয়ে পুলিশের ধাওয়া খেয়ে ভুটভুটি উল্টে অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও ৬জন আহত হয়েছে। আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় ৩ঘন্টা ধরে মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসীরা। পরে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল গিয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে যানচলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের গাজীরবিল এলাকায় চেক পোস্ট বসিয়ে গাড়ী চেকিং করছিল ঝলমলিয়া হাইওয়ে পুলিশের একটি দল। এসময় নাটোর থেকে বনপাড়াগামী একটি ভুটভুটিকে থামতে বলে পুলিশ। কিন্তু হাইওয়ে পুলিশের ব্যারিকেট অমান্য করে দ্রুত চলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মহিষের গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এতে ভুটভটি এবং মহিষের গাড়ী উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মহিষগাড়ীর চালক নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এসময় স্থানীয়রা হাইওয়ে পুলিশ কে ধাওয়া দিলে পালিয়ে যায় তারা।
এদিকে, মহাসড়কে হাইওয়ে পুলিশের অবিরাম চাঁদাবাজী এবং ঘটনার প্রতিবাদে নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসীরা। পরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং সদর থানা পুলিশ গিয়ে দোষী পুলিশদের সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে বেলা ৩টার দিকে মহাসড়ক অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ এলাকাবাসীরা।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রসেনজিত কুমার
নাটোর , বিডি টাইমস নিউজ । 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে