মজুরী কমিশন সহ ৬দফা দাবী বাস্তবায়নে নাটোরের দুটি চিনিকলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। সেক্টর কর্পোরেশন শ্রমিক-ফেডারেশন সমন্বয় পরিষদের ডাকা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দুটি চিনিকলে এ কর্মসূচি পালন করে শ্রমিক-কর্মচারীরা।

এ উপলক্ষে বুধবার নাটোর চিনিকলে শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কারখানা গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কারখানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে কারখানা গেটে সমাবেশে বক্তব্য রাখেন, নাটোর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ হাবিবুল্লাহ, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন সহ শ্রমিক নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে শ্রমিকরা মজুরী কমিশন সহ ৬দফা দাবী বাস্তবায়নে আহবান জানিয়ে আসছে। কিন্তু সরকার পে-স্কেল সহ অন্যান্য সুবিধা বাস্তবায়ন করলেও শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন করছে না। অবিলম্বে মজুরী কমিশন সহ ৬দফা দাবী বাস্তবায়ন না করা হলে মিল গেটে সমাবেশ সহ কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন তারা।

এদিকে একই দাবীতে মিল গেটে শ্রমিক সমাবেশ করেছে দেশের সবচেয়ে বড় চিনিকল নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।

প্রসেনজিত কুমার
নাটোর প্রতিনিধি, বিডি টাইম্‌স নিউজ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে