আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আলোচনা সভা ও ৩ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী বাইন হীরা।

উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ রাফি উদ্দিন,উপজেলা তথ্য কর্মকর্তা শারমিন আক্তার,আইসিটি‘র সহকারি প্রোগ্রামার অফিসার মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

আলোচনা সভা শেষে “জয়িতা অন্বেষনে বাংলাদেশ”কার্যক্রমের আওতায় ৩টি বিভাগের মধ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে উপজেলার চরচারতলা গ্রামের শিরিন বেগম,সফল জননী নারী হিসাবে উপজেলার আড়াইসিধা গ্রামের নাজমা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করার বিবেচনায় চরচারতলা গ্রামের নিপা বেগমকে জয়িতা নির্বাচিত করা হয়।পরে এই ৩ জয়িতা নারীকে সনদপত্র,সম্মাননা ক্রেস্ট উপহার ও সংবর্ধনা দেয়া হয়েছে।

সেলিম পারভেজ
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে