আগুন লেগে পুড়ে গেছে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের প্রায় দুই শো দোকান। রাত পৌনে আটটার দিকে লাগা এই আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেড দোতলা মার্কেটটির নিচতলায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে, বাতাস বেশি থাকায় নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। পরে অতিরিক্ত ইউনিট যুক্ত করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মার্কেটটিতে নিত্যপণ্যের দোকান, লেপ-তোষকের দোকান ও খাবার হোটেল ছিলো। এছাড়াও বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের দোকান ছিলো। নিচতলায় ছিলো কয়েকটি সবজির গুদাম। সম্প্রতি মার্কেট ভেঙ্গে সেখানে বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয়া হয়। কিন্তু ব্যবসায়ীরা এর বিরোধিতা করছিলেন। এ নিয়ে মামলা চলছে বলে জানা গেছে।