ব্যবসায়ীদের আপত্তি থাকলেও নতুন আইনেই ১ জুলাই থেকে ভ্যাট আদায় হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কোনো সমস্যা দেখা দিলে আগামী অর্থবছরের শেষে আসতে পারে আইনের সংশোধনী। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় এ কথা জানান অর্থমন্ত্রী।

জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির সভায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু প্রস্তাব তুলে ধরে। ব্যক্তিগত আয়সীমা বাড়ানো, নতুন প্রতিষ্ঠানকে কর অবকাশ সুবিধা দেয়া, কর্পোরেট কর পুনর্নিধারন করার প্রস্তাব তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি। বিনিয়োগ বাড়াতে সুদের হার কমানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

এসময় ১ জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিও জানান ব্যবসায়ী নেতারা। ১৫ শতাংশ হারে ভ্যাট পরিশোধ অনেক খাতের জন্য অনুকূল নয় বলেও দাবি করেন তারা।

তবে, ভ্যাট আদায়ে সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে ব্যবসায়ীদের সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী। আগামী বাজেটে স্বাস্থ্য ও শিক্ষাখাতকে অগ্রাধিকার দেয়া হবে বলেও জানান তিনি। এর আগে, সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শ কমিটির সভায় চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন নিয়ে অসন্তোষ জানান অর্থমন্ত্রী। এডিপির বাস্তবায়ন ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে