সন্ত্রাস জঙ্গিবাদ ও গুপ্ত হত্যায় বিএনপি-জামায়াত পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। সব গুপ্ত হত্যার বিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাসকরা ও সরাসরি জামায়াত-বিএনপি। জামায়াত-বিএনপির ছাতার নিচেই জঙ্গি সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীদের আস্তানা। জঙ্গি দমন করতে হবে সে সঙ্গে জঙ্গিদের পাহারাদারদের দমন করতে হবে।’ তিনি আরো বলেন, ‘একটা বাদ দিয়ে যদি আরেকটা দমন করতে চান তাহলে কার্যত বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন হবে না। যারা জঙ্গিবাদের পাহারাদারদের ওকালতি করে তারা মূলত জঙ্গি দমনে বাধা সৃষ্টি করেন। আমরা জঙ্গিবাদ ও তাদের পাহারাদারদের দমন করবো।’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বাংলাদেশের বিচারহীনতার প্রবক্তা সামরিক শাসকরা, বিএনপি ও জামায়াত। যারা বিএনপি-জামায়াতকে রাজনীতির নামে সুযোগ দিতে চান, তারা দ্বৈতনীতি গ্রহণ করছেন। এ কারণেই জঙ্গিবাদ অব্যাহত রয়েছে।’

সাবেক সংসদ সদস্য বেনজির আহমদের সভাপতিত্বে বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন বাংলাদেশ আয়োজিত সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিচারপতি মমতাজ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলামসহ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে